মাকে নিজের ‘কর্মস্থল’ ঘুরে দেখালেন মোহাম্মদ সাইফউদ্দিন

জাতীয় দল যখন নিউজিল্যান্ডের পথে, মোহাম্মদ সাইফউদ্দিন তখন পুনর্বাসনে ব্যস্ত। এমনিতে নিউজিল্যান্ড সফরে বাংলাদেশ খেলবে শুধু টেস্ট, যে সংস্করণে এখনো অভিষেক হয়নি তাঁর। তবে চোটের কারণে পাকিস্তানের বিপক্ষে সর্বশেষ টি-টোয়েন্টি সিরিজেও খেলা হয়নি এ অলরাউন্ডারের। আবার মাঠে ফেরার আগে আজ মাকে নিয়ে ‘মাঠে ফিরলেন’ তিনি।
উদ্দেশ্য অবশ্য মাকে মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম দেখানো। সাইফউদ্দিনের মা থাকেন ফেনীতে। ঢাকায় এসেছেন, এ সুযোগে একবার ছেলের ‘কর্মস্থল’টি ঘুরে এলেন। সামাজিক যোগাযোগমাধ্যমে মায়ের সঙ্গে ছবি পোস্ট করে সাইফউদ্দিন লিখেছেন, ‘মাকে নিয়ে প্রথম মিরপুর স্টেডিয়ামে। সাইফউদ্দিন চোট পেয়েছিলেন টি-টোয়েন্টি বিশ্বকাপে।
প্রথম রাউন্ডে তিনটি ম্যাচের পর সুপার টুয়েলভে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচটাও খেলেছিলেন। সে ম্যাচেই পিঠে চোট পেয়ে বিশ্বকাপ শেষ হয়ে যায় তাঁর। বিশ্বকাপে ফর্মটা অবশ্য ভালোই যাচ্ছিল সাইফউদ্দিনের। ৪ ম্যাচের প্রতিটিতেই উইকেট পেয়েছিলেন। পাপুয়া নিউগিনির বিপক্ষে খেলেছিলেন ৬ বলে ১৯ রানের অপরাজিত ইনিংসও।
এখন পর্যন্ত ২৯টি করে টি-টোয়েন্টি ও ওয়ানডে খেলা সাইফউদ্দিন এর পিঠের চোটটা অবশ্য পুরোনো। আপাতত দুই সপ্তাহের মধ্যে বোলিংয়ে ফেরাটা লক্ষ্য এ ডানহাতি বোলারের। বাংলাদেশ ক্রিকেট লিগে এবার হবে এক দিনের ম্যাচও। আগামী ৯ জানুয়ারি শুরু সে লিগ দিয়েই প্রতিদ্বন্দ্বিতামূলক ক্রিকেটে ফেরার লক্ষ্য বলেও জানিয়েছেন তিনি।